খুলনায় ইভিএমে ব্যাপক উৎসাহে ভোট দিচ্ছেন ভোটাররা

Slider টপ নিউজ

তীব্র শীত উপেক্ষা করে খুলনা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। রবিবার সকাল সাড়ে ৮টায় খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ কেন্দ্রে ভোটের লাইনে বয়োজ্যোষ্ঠ পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

কোন প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুত ভোট দিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে।
নগরীর দোলখোলা ইসলামপুর রোডের বাসিন্দা মুন্সি জয়নাল আবেদীন জানান, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। তবে প্রথম দিকে মেশিনে তার হাতের আঙ্গুলের ছাপ না মিললেও প্রিসাইডিং অফিসার তাকে এ বিষয়ে সহায়তা করেন। তিনি বলেন, কেন্দ্রের ভিতরে নারী ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে।

এদিকে করোনেশন সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া ইসমত আরা বেগম বলেন, ভোটকেন্দ্রে পরিবেশ স্বাভাবিক। সুষ্ঠু ভোট হয়েছে, কোন সমস্যা হয়নি। আরেক নারী ভোটার সাহানা পারভীন জানান, প্রথমে মেশিনে চাপ দিতে স্ক্রিনে প্রতীক দেখা যায়। পছন্দের প্রতীকের পাশে আঙ্গুলের ছাপ দিয়ে সবুজ বাটন চেপে ভোট নিশ্চিত করেছি। অবশ্য একই কেন্দ্রে সকালে আইডি কার্ড বা স্মার্ট কার্ড সঙ্গে না আনায় ভোট না দিতে পেরে কয়েকজনকে ফিরে যেতে দেখা যায়।

এদিকে শহর জুড়ে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা যায়। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *