কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতিসহ দুই নেতাকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। উপজেলা সদরের পাট মহাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান দুলাল ও পৌর বিএনপির সভাপতি মো. আশরাফ হোসেন পাভেল।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।