ভোলায় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল

Slider গ্রাম বাংলা

ভোলায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচার-প্রচারণা শেষ হওয়ার পর কোথাও যাতে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

শুক্রবার সকালে নৌবাহিনী এবং র‌্যাব-৮ এর সদস্যরা শহরে টহল দেয়।

এদিকে নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ভোলায় ৭শ’ নৌবাহিনীর সদস্য, ৮ প্লাটুন (১৯৬জন) বিজিবি, ১৮ প্লাটুন কোস্টগার্ড সদস্য ভোলায় এসে পৌঁছে। পাশাপাশি ১ হাজার ৭০০ পুলিশ এবং ১,৫৬০ জন আসনার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও ২ জন অফিসারের নেতৃত্বে র‌্যাবের ৮টি টিম ভোলার ৪টি নির্বাচনী আসনে সার্বক্ষণিক টহল দেবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *