সুষ্ঠ ভোট হলে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ—-রাসেল এমপি

Slider গ্রাম বাংলা


মো:আলীআজগর খান পিরু: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে গাজীপুর-২,আসনে সকাল থেকে রাত
পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করছেন অওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো:জাহিদ আহসান রাসেল।

তিনি সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। গাজীপুর মহানগরের ৩৬নং,৩৭নং ওয়াড কুনিয়া তারগাছ,কুনিয়া তালেব মারকেট,চান্দরা আ: হা্ি চেয়ারম্যান এর বাড়ীর সামনে,চান্দরা মাদ্রাসার সামনে,গাছা বঙ্গবন্ধু কলেজ চত্বর,গাছা বাজার,পলাসোনা,গাছা ফকির মারকেট(কাউন্সিলরের অফিস)জামান মোরকেট (গাছা রোড),কলমেশ্বর পশ্চিম পাড়া,বাছির খনের অফিস,কাথোরা মাদ্রাসা।যাওয়ার পথে বভিন্ন স্থানে বাজারের দোকান, পথচারী ও যানবাহনের যাত্রী সাধারনের কাছে নৌকা মার্কার প্রচার পত্র বিতরণ করেন। তাকে বিজয়ী করার জন্য সকলের কাছে নৌকা মার্কায় ভোট ও দোয়া চান।

আলহাজ্ব মো:জাহিদ আহসান রাসেল বলেন, এই নির্বাচন আমাদের গণতন্ত্র রক্ষা করার নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে দেশ ও জনগণের উন্নয়ন করার নির্বাচন। সুষ্ঠ ভোট হলে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *