রাষ্ট্রপতির অবসরভাতা আইন ফেরৎ পাঠালো মন্ত্রিসভা

Slider জাতীয়

montry shovaরাষ্ট্রপতির অবসরভাতা আইন- ২০১৪-র খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন না দিয়েই পুনরায় পর্যালোচনার জন্য ফেরৎ পাঠিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৯তম সভায় এটি ফেরৎ পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ খসড়া উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

তিনি বলেন, ‘আইনটি আরো পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে আবার মন্ত্রিসভায় নিয়ে আসতে হবে। বিশেষ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করতে হবে।’

তিনি আরো জানান, ‘১৯৭৯ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে রাষ্ট্রপতির পেনশন। সর্বোচ্চ আদালতের নির্দেশনা রয়েছে সামরিক সরকারের আমলের অধ্যাদেশ আইনে পরিণত করার। সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।’

বঙ্গবন্ধুর পরিবার এ সুবিধা পাচ্ছে কি-না আর বর্তমানে কোন কোন রাষ্ট্রপতি পেনশন পাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বঙ্গুবন্ধুর পরিবার ‘পারিবারিক’ কোন পেনশন পাচ্ছে না। তবে প্রাক্তন রাষ্ট্রপতির কেউ কেউ পেনশন পাচ্ছেন। আবার কেউ কেউ পরিবারিক পেনশনও পাচ্ছেন। আবার এমনও অনেকে আছেন- যারা প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছেন না, কিন্তু আগে যেখানে কাজ করেছেন সেখান থেকে পেনশন পাচ্ছেন।’

সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে পেনশন সুবিধা পাচ্ছেন বলেও জানান মোশাররাফ হোসাইন ভূঁইয়া ।

তবে এসব তথ্য খসড়া আইনের সঙ্গে সম্পর্কিত নয়- জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রাষ্ট্রপতির বেতন-ভাতা অন্য একটি আইনে হয়; এটি আলাদা আইন। এখানে প্রাক্তন রাষ্ট্রপতিদের পেনশন ও গ্রাচুইটি সংক্রান্ত সুবিধাগুলো সম্পর্কে বলা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *