পাট খাতের উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের আহ্বান

Slider গ্রাম বাংলা

আন্তর্জাতিক পর্যায়ে পাটজাত পণ্যের ভালো লবিস্ট রয়েছে। দেশে ভালো মানের পাটজাত পণ্য উৎপাদন নিশ্চিত করা গেছে।

এখন দরকার উন্নত প্রযুক্তির ব্যবহার। এছাড়া এই শিল্পের উন্নয়ন সম্ভব হবে না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার ‘পাট খাতের বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

অ্যাকশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় পাট ও পাটশিল্প রক্ষা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় কমিটির সাধারণ সম্পাদক খালিদ হোসেন বলেন, পাট শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে সিন্ডিকেট এবং দুর্নীতিগুলো কাঠোরভাবে দমন করতে হবে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে ২১৫টি পাটকল রয়েছে। এর মধ্যে মাত্র ৫১টি বন্ধ। পাটশিল্প কিন্তু ধ্বংস হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *