খালেদা মুক্তি পাবেন ২ জানুয়ারি—ডা. জাফরুল্লাহ চৌধুরী

Slider রাজনীতি

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কারও দয়ায় নয়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন হবে। ২ জানুয়ারি বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। ন্যায়বিচারের মাধ্যমে তিনি মুক্তি পাবেন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলনামায় আছে উন্নয়নের জোয়ার। আর এই উন্নয়ন হলো ইয়াবার উন্নয়ন। বিনা বিচারে হত্যা গুম খুনের উন্নয়ন। সরকারের চোখে ছানি পড়েছে, জনগণের চোখ খোলা আছে। উন্নয়ন অবশ্যই হয়েছে কোনো সন্দেহ নেই। ২০০৮ সালে প্রধানমন্ত্রীর সম্পদ ছিল ৩ কোটি ১৯ লাখ, আজকে সেটা ৭ কোটি ২২ লাখ টাকা। খালেদার আয় অর্ধেকে নেমে এসেছে। এই তথ্য নির্বাচন কমিশনের। অনেকের বয়স্ক বাবা-মা বিনা চিকিৎসায় ভুগছে। তাকে দেখার লোক নেই। যতই উন্নয়ন দেখিয়ে নির্বাচনকে কব্জা করার চেষ্টা করুন, আপনাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৮টা থেকে না, জনগণ ভোর পাঁচটা থেকে ভোট কেন্দ্রে যাবে। আর আপনাদের দায়িত্ব জনগণকে ভোট কেন্দ্রে পৌঁছানো। তিনি বলেন, ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত, এই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। নৌকা ডুবে যাচ্ছে ৩০ তারিখ। ভোট কেন্দ্রে আর ভয় নেই। সব ভয় শেষ হয়ে গেছে। খালেদা জিয়ার মতো বর্তমান সরকারের অনেককেই কারাগারে থাকতে হবে। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএএপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *