রুনি, মাতা ও ভ্যান পার্সির দাপটে লিভারপুলকে ৩-০ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ষষ্ঠ জয় দিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকলো ম্যানইউ। আর দ্য রেডস লিভারপুল নেমে গেল ১০ নম্বরে। ম্যাচে তাদের দূর্বল ডিফেন্সকে বারবার ভেঙ্গে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা।
গোল বিতর্কের ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারাল ম্যানউই
তবে সবকিছুর পরও ওল্ড ট্র্যাফোর্ডে রবিবারের ম্যাচটা দিয়েছে বিতর্কের জন্ম। অফ সাইড থেকে ম্যাচে ম্যানইউর মাতা’র করা দ্বিতীয় গোলটি দিয়েছে সেই বিতর্কের জন্ম। ম্যাচে যার প্রভাব পড়েছে খুব। আর ম্যানইউর জালে একবারও বল না জড়ানোর পেছনে আছে গোলকিপার ডেভিড ডি গিয়ার অসাধারণ কয়েকটি সেভ।
ম্যানইউ অধিনায়ক ওয়েইন রুনি দলকে শুরুতেই এনে দেন লিড। আনন্দে মাতে দর্শক ও ক্লাবটি। কিন্তু ৪০ মিনিটে মাতার করা গোলটি কিছুতেই মেনে নিতে পারেনি লিভারপুল। বিরতির আগে হেডে মাতা করলেন লক্ষ্যভেদ। ২-০ তে এগিয়ে গেল স্বাগতিক দল। কিন্তু ওই গোলটি যে অফ সাইড থেকে করা, তা নিয়ে সংশয় নেই কারো। প্রতিবাদে লাভ হয়নি। আর ম্যাচেও ফিরতে পারেনি রেডসরা। ৭১ মিনিটে পার্সি করেছেন দলের শেষ গোলটি।
দূর্বল ফিনিশিং নয়, ডি গিয়ার বীরত্বেই গোলবঞ্চিত থেকেছে লিভারপুল। রাহিম স্টার্লিংয়ের দুরন্ত চেষ্টা অসাধারণভাবে রুখে দেন ডি গিয়া। সব মিলিয়ে এই ইংলিশ তারকাকে চারবার হতাশ করেছেন রেড ডেভিলদের গোলকিপার। এরপর আরো তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন। লিভারপুলের ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি বিরতির পর নেমেছেন। তাকেও লিগের প্রথম গোলটা পেতে দেননি ম্যানইউ গোল স্টপার ডি গিয়া।