শ্রীলংকার সেনাপ্রধান গ্রেফতার

Slider সারাবিশ্ব


ঢাকা:গ্রেফতার করা হয়েছে শ্রীলংকার সেনাপ্রধান অ্যাডমিরাল রবিন্দ্র বিজয়গুনারত্নেকে। গৃহযুদ্ধের সময় সংখ্যালঘু ১১ তামিল যুবককে হত্যা এবং অপহরণের অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আদালতের নির্দেশে ওই দিনই তাকে পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে। গত মাসে সেনাপ্রধানের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। খবর এএফপির।

শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে ‘তামিল’ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছিল তামিল টাইগার বিদ্রোহী গোষ্ঠী।

২০০৬ সালে ক্ষমতায় এসে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। ২০০৯ সালে শ্রীলংকার সেনাবাহিনীর হাতে তামিলদের পরাজয়ের মাধ্যমে ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। তামিলবিরোধী লড়াইয়ের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বর্তমান সেনাপ্রধান।

২৬ অক্টোবর শ্রীলংকায় রাজনৈতিক সংকট শুরুর কয়েক দিন পর সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এরপর গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছিলেন তিনি। এরই মধ্যে চলতি সপ্তাহে মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে অপহরণ চেষ্টা ও তদন্তকারী পুলিশকে সরিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *