জয়ের ব্যাপারে শতভাগ আস্থা রয়েছে মহাজোটের : কাদের

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি:নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জয় লাভের ব্যাপারে মহাজোট শতভাগ আশাবাদী।

বিগত দিনে ক্ষমতায় থেকে মহাজোট ও আওয়ামী লীগ সরকার দেশের অভুতপুর্ব উন্নয়ন করেছে। যার কারণে দেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটের পক্ষে সমর্থন দেবে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে নিজেকে লালমনিরহাট ৩ আসনের মহাজোটের প্রার্থী ঘোষণা করার পর মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শরীকদের সঙ্গে আসন ভাগাভাগির ব্যাপারে হিসাব নিকাশ প্রায় চূড়ান্ত।

বুধবার (২৮ নভেম্বর) সকালে মহাজোটের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

চরাঞ্চলের মানুষদের দুঃখ কষ্ট লাঘবে উন্নয়ন প্রকল্প থাকছে একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের ইশতেহারে উল্লেখ করে জিএম কাদের বলেন, আগামী দিনে মহাজোট ক্ষমতায় এলে লালমনিরহাট জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে পরিত্যক্ত বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু, লালমনিরহাটে অর্থনৈতিক অঞ্চলসহ রেল বিভাগের উন্নয়ন করা হবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দলে সুযোগ না পেলে অনেকেই দল বদল করে। এতে দলের কোনো সমস্যা হয় না।

একইভাবে লালমনিরহাট ২ আসনে জাপার মনোনয়নপ্রত্যাশী জাপা কেন্দ্রীয় নেতা রোকন উদ্দিন বাবুল বিএনপিতে যোগদান করলেও জাপা তথা মহাজোটের কোনো ক্ষতি হবে বলেও দাবি করেন তিনি।

মিলাদ মাহফিলে মহাজোটের শরীক আওয়ামী লীগের পক্ষে ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাবেসবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা জাসদের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *