ঢাকায় মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা:দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আজ মঙ্গলবার প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। ঢাকায় সকাল থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দপ্তরে রাজধানীর ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ২০ জন প্রার্থী বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দুজন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অবশ্য এই প্রার্থীরা সবাই ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট করবেন।

সকালে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রধান ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা-৯ আসনে বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী ও ঢাকা ১৫ আসনে কামাল আহমেদ মজুমদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আচরণবিধি অনুযায়ী সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান আছে। কিন্তু অনেক প্রার্থীই তা মানছেন না।

মনোনয়নপত্র জমা দিয়ে রাশেদ খান বলেন, বিএনপি ভোট বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু ভোট হতেই হবে।

সাবের হোসেন বলেন, ‘আশা করছি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *