শ্বশুরের স্থলে জামাই, প্রতিবাদে সড়ক অবরোধ

Slider রাজনীতি


ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের বর্তমান এমপি মহাজোটের এ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে আবারো মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সর্থকরা। প্রায় ১ ঘন্টা ধরে বন্ধ রয়েছে যান চলাচল। এতে মহাসড়কের দু-পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

রাস্তার বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে মৃধার সমর্থকরা। মৃধা জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি। তিনি ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে এই আসনে মহাজাটের এমপি নির্বাচিত হন। এবার তার স্থলে তার মেয়ের জামাই জেলা সদরের বাসিন্দা রেজাউল ইসলাম ভূইয়াকে মহাজোটের মনোনয়নের জন্যে নাম প্রস্তাব করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। এই খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা নির্বাচনী এলাকাতে।

বিক্ষোভকারীরা রেজাউলের দু-গালে জুতা মার বলে স্লোগান দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *