বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

Slider রাজনীতি


ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

আজ সোমবার (২৬ নভেম্বর) দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শুরু হয়।

রংপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন- রংপুর-১ মোকাররম হোসেন সুজন, রংপুর-২ ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ মোজাফফর আহমেদ ও রিতা রহমান, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, ৫ সোলাইমান আলম ও ড. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম।

এদিকে, মনোনয়নের চূড়ান্ত চিঠি নিতে গুলশান কার্যালয়ে ভিড় শুরু করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা।

চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন চিঠি পেয়ে ইতোমধ্যে নোয়াখালীর পথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মুমিনুল ইসলাম সুজন বলেন, ‘গতবার মওদুদ আহমদকে নিজ এলাকায় আওয়ামী লীগের লোকজন দিয়ে এলাকায় বাধা দেয়া হয়েছিল। এবার তা নেই৷ পথে পথে মানুষের ঢল নেমেছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রহণ করতে মানুষের স্রোত। এবার বিএনপির পক্ষে মানুষের এই স্রোত কেউ ঠেকাতে পারবে না৷’

একইভাবে মনোনয়ন চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মনোনয়ন চিঠি প্রদানের বিষয়টি বিএনপি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিভিন্ন সূত্র মতে, আজ দুপুরের পর মনোনয়ন চিঠি দেয়া হবে গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে।

এ বিষয়ে দূরবর্তী জেলা কক্সবাজার সদর-রামু-৩ আসন থেকে মনোনয়ন প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, ‘মনোনয়ন চিঠি এখনো পাইনি। আমাকে আজকে ৩টার সময় গুলশান কার্যালয়ে যেতে বলা হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

বিএনপি মনোনয়ন চিঠি প্রদান বিষয়ে কিছু প্রকাশ না করলেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোববারের বক্তব্য অনুযায়ী, ২৭ নভেম্বরের মধ্যে বিএনপির মনোনয়ন চিঠি প্রদান সম্পন্ন করার কথা।

আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার সময়সীমা৷

এদিকে , ২৫০ আসনে খসড়া প্রার্থী তালিকা করেছে বিএনপি। এই তালিকায় মূল্যায়ণ করা হয়েছে ২০০১ ও ২০০৮ সালের দলীয় মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্য, ওয়ান ইলেভেন ও আন্দোলনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ নেতাদেরকে। এর বাইরে এ তালিকায় রয়েছেন সংস্কারপন্থি কয়েকজন নেতা। দলের মৃত নেতাদের আত্মীয় এমন ৫০ জন নতুন মুখ রয়েছেন। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খসড়া তালিকায় খালেদা জিয়াসহ দলের স্থায়ী কমিটির সদস্যের নাম রয়েছে। এছাড়া সম্ভাব্য প্রার্থী তালিকায় সংস্কারপন্থি হিসেবে পরিচিত কিশোরগঞ্জের মেজর (অব.) আখতারুজ্জামান, নরসিংদীর সরদার শাখাওয়াত হোসেন, যশোরের মফিকুল হাসান তৃপ্তি, ভোলার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। গাজীপুর-১ আসনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। গাজীপুর-৪ আসনে বিএনপি প্রায়ত নেতা আ স ম হান্নান শাহ-র ছেলে রিয়াজুল হান্নান। চট্টগ্রাম-৭ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। সিলেট-২ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। সিলেট-৬ থেকে আব্দুল কাহহার শামীম। নেত্রকোনা-৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। চট্টগ্রাম-১৪ ও ১৫ এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। তার সঙ্গে আসন সমঝোতা হলে জামায়াতে-ইসলামীর কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে।

এছাড়া ঐক্যফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হলে কুমিল্লা-৪ জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। কুমিল্লা-১১ জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা-৭ এলডিপির রেদওয়ান আহমেদ। সাতক্ষীরা-৪ জামাত নেতা গাজী নজরুল ইসলাম এবং কক্সবাজার-২ থেকে জামাত নেতা হামিদুর রহমান আজাদ।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সাংবাদিক শওকত মাহমুদ , টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার ভাই ইকবাল সিদ্দিকী, চুয়াডাঙ্গা-১ শামসুজ্জামান দুদু, ফেনী-১ আবদুল আউয়ার মিন্টু, পঞ্চগড়-১ আসনে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির ও যশোর-৩ আসনে তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) এডভোকেট তৈমূর আলম খন্দকার, নরসিংদী-১ (সদর) বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, নরসিংদী-২ (পলাশ) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, নরসিংদী-৩ (শিবপুর) বিএনপির আইনবিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,কুমিল্লা-১ (দাউদকান্দি মেঘনা) দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ।

ঢাকা বিভাগ

ঢাকা-২: আমান উল্লাহ আমান, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬: আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা-৮: হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৯: মির্জা আব্বাস, ঢাকা-৪: সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫: নবী উল্লাহ নবী, ঢাকা-৬: কাজী আবুল বাশার, ঢাকা-৯ আসনে হাবিব-উন-নবী খান, ঢাকা-১৩ আসনে আবদুস সালাম, ঢাকা-১৪ আসনে এসএ সাজু

নরসিংদী-১: খায়রুল কবির খোকন, নরসিংদী-৩: সানাউল্লাহ মিয়া।

নেত্রকোণা-১: আবদুল করিম আব্বাসী (এলডিপি)।

চট্টগ্রাম বিভাগ

ফেনী-১: বেগম খালেদা জিয়া, ফেনী-২: জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), ফেনী-৩: আব্দুল আউয়াল মিণ্টো, নোয়াখালী-৩: জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৫: মওদুদ আহমদ।

কুমিল্লা-৭: রেদোয়ান আহমেদ (এলডিপি)।

চট্টগ্রাম-৮: এম মোর্শেদ খান, চট্টগ্রাম-১৪: অলি আহমেদ (এলডিপি), চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আমির খসরু মাহমুদ চৌধুরী,

লক্ষ্মীপুর-১: শাহাদত হোসেন সেলিম (এলডিপি)।

রংপুর বিভাগ
পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়- ২ আসনে তাসমিয়া প্রধান (২০ দলীয় জোট) , ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর-১ আসনে মোকাররম হোসেন, রংপুর-২ আসনে ওয়াহিদুজ্জামান মামুন অথবা মোহাম্মদ আলী, রংপুর-৩ আসনে মোজ্জাফর আহমেদ অথবা রিতা রহমান, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে সোলাইমান আলম অথবা ডা. মমতাজ, রংপুর-৬ আসনে সাইফুল আলম দলীয় মনোনয়ন পাচ্ছেন।

দিনাজপুর-১ মনজুরুল ইসলাম/মামুনূর রশিদ, দিনাজপুর-২ সাদেক রিয়াজ /মামুনূর রশিদ, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর/মোজাহেরুল দোলন, দিনাজপুর-৪ হাফিজ/আক্কারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ রেজয়ানুল হক/বাচ্চু, দিনাজপুর-৬ লুৎফর রহমান/শাহিন।

পাবনা-৫ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বরিশাল বিভাগ
বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সরোয়ারকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার শাহজাহান ওমর, পটুয়াখালী-১ আসনে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ আসনে এ বি এম মোশাররফ হোসেন, বরগুনা-২ আসনে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ আসনে নাজিম উদ্দিন আলম ধানের শীষের টিকিট পাচ্ছেন।
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুণ-অর রশিদ, রাজশাহী-১ আসনে ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে আবদুল মান্নান তালুকদার।

বিস্তারিত আরো আসছে …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *