নড়াইলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিলে নেমেছেন পুলিশ সুপার

Slider বিচিত্র

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: আজ রবিবার নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইলে যোগদানের পর থেকেই বিভিন্ন মহতী উদ্যোগে হাতে নিয়েছেন। তন্মধ্যে পুলিশ মৎস্য এ্যাকুরিয়াম, পুলিশ লাইন মেসে মাছ সরবরাহ করার জন্য পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ, ছাত্রাবাসে টেলিভিশন প্রদান ইত্যাদি।

সম্প্রতি তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য বিলে নেমেছেন। রবিবার (১৮ নভেম্বর) নড়াইল সদর থানাধীন কাড়ার বিলে গিয়ে দেখা যায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম অন্যান্যের সাথে বিলে রয়েছেন দেশীয় প্রজাতির মাছ ধরতে। এ সময় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়সহ অন্যান্য সাংবাদিকরা সেখানে যান। সেখানে গিয়ে দেখা যায়, মৎস্যপ্রেমি এই মানুষটি অন্যান্যের সাথে বিলের মাছখানে মাছ ধরায় ব্যস্ত। মাছ ধরার এক পর্যায়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম দিনে দিনে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাছের জন্য উন্মুক্ত অভয়ারণ্য সৃষ্টি করাই আমার উদ্দেশ্য। এ লক্ষে আমি নিজেই মাছ ধরতে এসেছি যাতে অনুমান করতে পারি এখানে কি পরিমাণ দেশীয় প্রজাতির মাছ রয়েছে। এছাড়াও অচিরেই কচুরিপানা পরিস্কারের মাধ্যমে জলাশয়গুলোকে মাছের জন্য সঠিক আবাসস্থল হিসেবে গড়ে তুলবেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *