গাজীপুর কর মেলার পক্ষে সংবাদ ছাপিয়ে পত্রিকা নিলে মাথা পিছু এক হাজার টাকা!

Slider অর্থ ও বাণিজ্য

আলী আজগর পিরু, গাজীপুর: গাজীপুরে ১৩ নভেম্বর থেকে শুরু হয়েছে চার দিন ব্যাপী আয়কর মেলা। এবারের মেলার বিশেষ আকর্ষন হল মেলার পক্ষে সংবাদ লিখে পত্রিকা নিয়ে গেলে প্রতিনিধিকে এক হাজার টাকা করে দেয় মেলা কর্তৃপক্ষ। তবে অনলাইন পত্রিকা হলে টাকা পাবে না, এটা তাদের নিয়ম। তবে দুপুরের খাবারের ক্ষেত্রে সব সাংবাদিক সমান সুবিধা পাচ্ছেন। কিন্তু দেখা যায়, যারা টাকা বিতরণ করছেন তাদের মধ্যে অনেকেই অনলাইনের সাংবাদিক।

সরেজমিন দেখা যায়, গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে চলছে এই মেলা। প্রতিদিন অসংখ্য কর সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সরব উপস্থিতি মেলাকে সমৃদ্ধ করছে। সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ে মেলার অঙ্গন এখন মুখরিত। নতুন নতুন করদাতারা প্রতিদিন মেলায় আসছেন। নতুন টিন নম্বর খুলছেন।

মেলার অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, এ বারের মেলায় নতুন করদাতাদের সংখ্যা আগের থেকে বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *