চলে গেলেন স্পাইডারম্যান-আয়রনম্যান’র স্রষ্টা স্ট্যান লি

Slider বিচিত্র

চলে গেলেন মার্বেল কমিক্সের স্রষ্টা স্ট্যান লি। সোমবার শিকাগোর শিনাই মেডিক্যাল সেন্টারে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বিগত বেশ কয়েক বছর ধরেই কঠিন বার্ধক্যজনীত রোগে ভুলছিলেন তিনি। চোখের দৃষ্টি প্রায় চলে গিয়েছিল। এদিন স্ট্যান লির মৃত্যুর খবর নিশ্চিৎ করেন লি কন্যা জেসি।
কালজয়ী সব কমিক্সের স্রষ্টা লি। তার সৃষ্ট বইয়ের পাতার সব চরিত্র আপনা হতেই মানুষের মনে জায়গা করে নিয়েছিল। আজও কমিক্সের কথা বললে মানুষের মুখে ফেরে আয়রনম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাকপ্যানথার, হাল্ক।

১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয় স্ট্যান লির। শুধু লেখাই নয়, প্রচ্ছদ থেকে তার খুঁটিনাটি, সবটাই প্রায়নিজে হাতে করতেন প্রবাদ প্রতীম ব্যক্তিত্বের এই মানুষটি।

ফিকশনই নয়, বাস্তবের নানা ঘটনাও লি রচিত নানা কমিক্সে উঠে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভিয়েতনাম যুদ্ধ।
১৯৭২ এর পর থকে কমিক্স রচনা বইয়ের পাতা থেকে উঠে আসে টিভির পর্দায়। তার জনপ্রিয়তা বাড়ে ক্রমশ। লি এই সময়থেকে প্রায় মিথে পরিণত হয়েছিলেন। তবে সেখানেই থেমে যাওয়া নয়, বর্তমানের থেকে কমিক্সকে কীভাবে আরও মনোগ্রাহী করাযায় তার চিন্তা করতেন তিনি।

শুধু লেখাললেখি নয়। তার জনপ্রিয়তাকে পুঁজি করে তৈরি হয়েছে সিনেমা। এমসিইউ ফিল্মে ক্যামিও’র চরিত্রে অভিনয় করেন তিনি। সব মিলিয়ে বিশ্বজুড়ে এর বর্ণময় চরিত্রের নাম স্ট্যান লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *