গাজীপুরে সম্মেলনের দাবিতে ছাত্র দলের মানববন্ধন

জাতীয়

10734050_1640819979478830_9412086954239584_n

স্টাফ করেসপন্ডেন্ট

গাজীপুর: ২৩ ডিসেম্বর গাজীপুরে খালেদা জিয়ার আগমনকে সামনে রেখে মেয়াদ উত্তীর্ন কমিটির সম্মেলনের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে গাজীপুর ছাত্র দল। আল্টিমেটামের অংশ হিসেবে তারা মানববন্ধন করেছেন।

রোববার বেলা সাড়ে ১২টায় গাজীপুর জেলা বিএনপি অফিসের সামনে মানববন্ধন করে গাজীপুর জেলা ও মহানগর ছাত্র দল।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র দল নেতা জিযাউল হাসান স্বপন, নুরে আলম, আতাউর রহমান মোল্রাহ ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
তিন দিনের আল্টিমেটাম ঘোষনার নেতৃত্বদানকারী গাজীপুর জেলা ছাত্র দলের সহ-সমাজকল্যান সম্পাদক নাজমুল খন্দকার সুমন, কাজী আজিমুদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নুরুল আলম, জেলা ছাত্র দল নেতা আতাউর রহমান মোল্লা ও মোঃ হারুন অর রশিদ হারুন  জানান, ২০০২ সালে ছাত্র দলের সম্মেলন হয়েছিল। এরপর থেকে আর কোন সম্মেলন নাই। জেলা ছাত্র দলের বর্তমান সভাপতি সরাফত হোসেন ১২ বছর ধরে সভাপতি হিসেবেই আছেন। এরপূর্বে তিনি ৬বছর সাধারন সম্পাদক ছিলেন। বর্তমান জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু ১২ বছর ধরে একই পদে রয়েছেন। বর্তমানে হান্নু গাজীপুর সিটিকর্পোরেশনের কাউন্সিলর ও গাজীপুর পৌর বিএনিপর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নেতৃবৃন্ধ জানান, আগামী ২৩ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন গাজীপুরে আসছেন। তাই চেয়ারপারসনের আগমনের পূর্বে ছাত্র দলের সম্মেলন করে কমিটি ঘোষনার দাবিতে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।

আল্টিমেটামের মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর সকাল ১১টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন।

১৭ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন।

১৯ডিসেম্বর সকাল ১১টায় গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল ও সামাবেশ। এরপরও দাবি আদায় না হলে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়, গাজীপুর জেলা বিএনপিতে কোন্দল দীর্ঘ দিনের। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান এবং সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের মধ্যে বিরোধ প্রকাশ্যেই রয়েছে। এর মধ্যে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন হাসান সরকারের পক্ষে অবস্থান করছেন। এরমধ্যে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ব্রিঃ জেঃ(অবঃ) আ স ম হান্নান শাহ মান্নান বা হাসান কার পক্ষে কখন অবস্থান নেন তা স্পষ্ট নয়।

দলীয় সূত্র বলছে, মান্নান হাসান দ্বন্ধের কারণে জেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক ইউনিটে দুটি গ্রুপ বর্তমান। কোন ইউনিটে দুটি কমিটির অস্তিত্বও রয়েছে। ফলে গাজীপুর বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের জন্য কোন সম্মেলন প্রায় এক যুগেও হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *