নাটোরে জামায়াতের ৪ কর্মী আটক, ২৮ জনের নামে মামলা

Slider রাজনীতি

নাটোরের বাগাতিপাড়ায় গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় ১৬ জনের নামসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার ভোর রাতে উপজেলার ডুমরাই হাটপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক গোলাম রব্বানী জানান, উপজেলার ডুমরাই হাটপাড়ায় জামায়াত কর্মী মুনছুর রহমানের বাড়িতে এক গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সে সময় বাড়ির মালিক মৃত মহিউদ্দিনের ছেলে মুনছুর রহমানসহ পেড়াবাড়িয়া মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে বজলুর রহমান (৫০), শেখ পাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৩৩), মৃত মফিজ উদ্দিনের ছেলে আশরাফ আলীকে (৫৮) আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় ১৬ জনের নামসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান বলেন, আটককৃতরা জামায়াত সমর্থিত। এদের সবাইকে পুলিশ রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করে গোপন বৈঠকের অভিযোগ এনে মামলা দিয়েছে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, আটককৃতদের জেল হাজতে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *