বাগেরহাট মোরেলগঞ্জের পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসায় শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে দুই মাদ্রাসা সুপারকে বহিষ্কার ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চলতি জেডিসি পরীক্ষার ৫ম দিনে আজ শুক্রবার বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, এস চন্ডিপুর দাখিল মাদ্রাসার সুপার মো: মাকসুদুর রহমান (কেন্দ্র উপসচিব), উত্তর পুটিখালী দাখিল মাদ্রাসার সুপার মো. মাহবুবুর রহমান (কেন্দ্র সুপার) ও পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. নাজমুল হক। এদের মধ্যে নাজমুল হককে ১০ হাজার টাকা জরিমানা ও অপর দু’জনকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ৩য় ঘণ্টা পড়ার পরে ইউএনও স্যারের চোখে কিছু অনিয়ম পরিলক্ষিত হলে তিনি মোবাইল কোর্ট বসিয়ে তাদের শাস্তি দেন।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম বলেন, কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতেনাতে অনিয়মের প্রমাণ পেয়ে মোবাইল কোর্ট বসিয়ে ব্যবস্থা নেন।