চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

শিক্ষা

cvচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হন সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী তাপস রায়। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্য আহতরা হলেন : সাংবাদিকতা বিভাগের আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের আল-আমীন রিমন ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথাকাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলি হয়েছে বলেও তাঁরা জানান। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে দুই পক্ষ অবস্থান করছিল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অহিদুল আলম বলেছেন, সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও মোট চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। ঘটনাস্থলে পুলিশ আছে।
হাটহাজারী মডেল থানার ওসি ইসমাইল হোসেন রবিবার দুপুর ১২টায় সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *