এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা রোধ, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিবহন চালক (ড্রাইভার) ও হেলপারদের মাঝে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে সদর উপজেলা পুলিশ লাইনস্ এ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে উক্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন কর্মশালায় জেলার বিভিন্ন পরিবহন ও মিনিবাসের চালক ও হেলপারগন উপস্থিত হয়ে এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন। উক্ত প্রশিক্ষন কর্মশালায় মো: হেমায়েত উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সৃুপার (সার্কেল এস.পি) মো: সানোয়ার। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম মওদুদ হোসেন রেন্টু। প্রশিক্ষন কর্মশালায় অংশ্র গ্রহনকারীগন বলেন এই ধরনের প্রশিক্ষন দূর্ঘটনা প্রতিরোধে সহায়ক হিসাবে কাজ করে। চালক ও হেলপারগন দূর্ঘটনা প্রতিরোধ আরো উন্নত প্রশিক্ষনের আয়োজন করার দাবী জানান।