যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক বাংলাদেশি গৃহবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গত বুধবার সকালে আটলান্টার স্টোন মাউন্টেন এলাকায় এ ঘটনাটি ঘটে। বাংলাদেশি শামসুন নাহার লিপি।
প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার সকালে আটলান্টার স্টোন মাউন্টেনে বসবাসকারী বেলায়েত হোসেন রতন ও শামসুন নাহার লিপি দম্পতির জৈষ্ঠ্য পুত্র আলভীকে অন্যান্য দিনের মত দুরাহাম সড়কে স্কুল বাসে উঠিয়ে দেয়ার আগ মুহূর্তে বাসস্টপে যাওয়ার সময় রাস্তা অতিক্রম করতে গেলে আকস্মিকভাবে একটি ট্রাক দ্রুতগতিতে আলভীর সামনে এসে পড়ে। আর সেই মুহূর্তে ছেলেটির ট্রাকের চাকায় পিষ্ট হওয়া নিশ্চিত দেখে মা দৌঁড়ে এসে ছেলে আলভীকে পেছন থেকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবল থেকে ছেলেকে রক্ষা করেন তার মা। ছেলেকে রক্ষা করলেও শামসুন নাহার লিপি নিজেকে রক্ষা করতে পারেননি। ট্রাকের প্রচন্ড ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাক চালক নিজেই পুলিশে ফোন করলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মিরা এসে লিপির মৃত্যু নিশ্চিত করেন।
এদিকে ছেলে আহত আলভীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আলভী যেহেতু রাস্তা পারাপারের নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পার হননি, সে জন্য পুলিশ ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেননি। লিপির মৃত্যুতে আটলান্টায় বাংলাদেশি কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। রতন ও লিপি দম্পত্তির তাদের দ্বিতীয় সন্তান ছয় মাসের শিশু কন্যাকে এক পরিচিত বাংলাদেশি পরিবারের কাছে রেখে বাবা রতন আলভীর জরুরি সার্জারি সম্পন্নের জন্য ছেলের পাশে রয়েছেন। তাদের দেশের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বলে জানা গেছে।