‘সরকারিভাবে নদী শাসন এবং নদীর অবাধ প্রবাহকে বাধা দিয়ে প্রকল্প গ্রহণসহ নানা কারণে দেশের নদীগুলো মৃত্যু মুখে পতিত হচ্ছে। ’ ‘পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় মাথাভাঙ্গা নদীর গুরুত্ব এবং নদী সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলা রবিবার চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। অতিথি ছিলেন বেলা’র কেন্দ্রীয় প্রকল্প সমন্বয়কারী এএমএম মামুন, অধ্যাপক আব্দুল মুহিত ও অধ্যাপক হামিদুল হক মুন্সি।
সেমিনারে বক্তারা আরো বলেন, মাথাভাঙ্গা নদীর উৎসমুখ বন্ধ হয়ে যাওয়া, গঙ্গা নদীর গতিমুখ পরিবর্তন হওয়া, শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রত্যাহার, উজানে পানি প্রবাহ না থাকাসহ বিভিন্ন কারণে বাংলাদেশি নদীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেমিনার শেষে ‘মাথাভাঙ্গা নদী রক্ষা আন্দোলন’ নামে স্থানীয়ভাবে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সিকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।