‘কোনো দাবি ছাড়াই সংলাপে যাবে জাতীয় পার্টি’

Slider জাতীয়

কোনো দাবি ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসবেন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা কোনো তালিকা নিয়ে সংলাপে যাবো না। আমরা চাই সবার অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন।

সংলাপে আমরা আসন বণ্টন নিয়েও আলোচনা করবো। ’
শনিবার বিকেলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, আগামী নির্বাচনই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আমরা ক্ষমতায় গেলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

আগামী একাদশ নির্বাচনে জামালপুর-২ আসনে মোস্তফা আল মাহমুদকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন এরশাদ।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে ব্ক্তৃতা করেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, এসএম ফয়সল চিশতী, আজম খান, মোজর (অব.) খালেদ আখতার ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *