প্রবাসীর বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে কক্সবাজারের উখিয়া সীমান্তের কাছে গৃহকর্মী আসমা বেগমকে (৩৫) খুন করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে পালংখালী ইউনিয়নের পার্শ্ববর্তী চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে সংলগ্ন কেরুনতলীতে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত প্রবাসী আলমের স্ত্রী হাছিনা বেগমকে (৩৫) উদ্ধার করে উখিয়ার কুতুপালং রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেছে।
উখিয়া থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি আমাদের উপজেলায় নয়, টেকনাফের হোয়াক্যং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্বে।