কেউ বাদ থাকবে না, সবার উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

Slider সারাদেশ

ঢাকা: দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের কেউ বাদ থাকবে না, সবার উন্নয়ন হবে।

শুক্রবার ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ জাতির পিতার বাংলাদেশ। এ দেশে কেউ ভিক্ষুক থাকবে না, কেউ ক্ষুধার্ত থাকবে না। একটি মানুষও যাতে অভুক্ত না থাকে সে লক্ষ্যেই আমরা কাজ করছি। একটি মানুষও গৃহহীন থাকবে না। যাদের ঘর নেই, তাদের ঘর বানিয়ে দেওয়া হচ্ছে। সমাজের কেউ বাদ থাকবে না। সবার উন্নয়ন হবে।’

গত ১০ বছরে দেশে দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে কমে ২১ ভাগে নেমে এসেছে জানিয়ে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের সাহায্য চাই। আগে যেভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে এই দারিদ্র্যের হার আমরা আরও কমিয়ে আনতে পারি। আপনারাই আমাদের শক্তি।’

তিনি বলেন, ‘আজকে আপনাদের সকলের হাতে হাতে মোবাইল। এই মোবাইল বিএনপি সরকারের আমলে ছিল না। ছিয়ানব্বই সালে আমরা সরকারে আসার পর এই মোবাইল আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।’

ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০১টি প্রকল্প উদ্বোধন এবং ৯৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন— ফোকাস বাংলা
আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করে রেকর্ড সৃষ্টি করেছে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ৯৬ ভাগ মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে, আর আওয়ামী লীগ করে উন্নয়নের রাজনীতি।

জনসভার আগে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাস্তবায়ন করা ১০১টি প্রকল্পের উদ্বোধন ও ৯৪টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এই প্রকল্পগুলোর নাম উল্লেখ করে জনসভায় শেখ হাসিনা বলেন, ‘১৯৫টি প্রকল্পের নাম আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো আমি আপনাদের উপহার দিলাম।’

তিনি বলেন, ‘২০২১ সালে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবো। আমরা রূপকল্প-২০৪১ প্রণয়ন করেছি। ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া উন্নত সমৃদ্ধ দেশ। এছাড়া দেশকে উন্নত করার পরিকল্পনা নিয়ে ১০০ বছরের ডেল্টা প্ল্যান আমরা গ্রহণ করেছি। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা। যে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি সেগুলোর বাস্তবায়ন প্রয়োজন। এজন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত জনতাকে হাত তুলে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিতে বললে তারা হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়া প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *