কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

Slider সারাদেশ

মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালত ৪ ফার্মেসী থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা এবং গাজীপুরের ড্রাগ সুপার মোঃ অজিউল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

জাতীয় ড্রাগ অধিদপ্তর গাজীপুরের ড্রাগ সুপার মোঃ অজিউল্লাহ জানান, ১৯৪০-১৮/২৭ ধারা মোতাবেক ড্রাগ লাইসেন্স বিহীন, ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় এবং অনুমোদনহীন বিদেশী ঔষধ রাখার দায়ে সজিব মেডিকেল হলের স্বত্তাধীকারি সম্ভু দাসকে ৮ হাজার টাকা, সরকার ফার্মেসীর স্বত্তাধীকারি মোঃ জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা, পবন মেডিকেল হলের স্বত্তাধীকারি আনোয়ার হোসেনকে ৪ হাজার টাকা ও আনোয়ার মেডিকেল হলের স্বত্তাধীকারি আরিফ হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কাপাসিয়া থানার এ এস আই রাসেলের নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *