সংলাপ হবে, কিন্তু নৈশভোজ চায় না ঐক্যফ্রন্ট

Slider রাজনীতি


ঢাকা: ঐক্যফ্রন্টের চিঠির জবাবে জোটটির নেতাদের গণভবনে সংলাপ ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। কিন্তু সংলাপে বসলেও গণভবনে নৈশভোজে অনীহা প্রকাশ করেছেন তাঁরা। নৈশভোজের ব্যাপারে নিজেদের অনাগ্রহের কথা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

ঐক্যফ্রন্টের শরিক দল জাসদ (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। নৈশভোজ না করার পেছনে কারণ হিসেবে তিনি বলেন, ‘আলাপ-আলোচনার জন্য দেড় থেকে দুই ঘণ্টা সময় পাওয়া যাবে। আমরা চাই নৈশভোজে সময় নষ্ট না করে সে সময় আলোচনায় ব্যয় করতে।’

তবে ঐক্যফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র জানায়, মূলত বিএনপির চাপেই ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে নৈশভোজ করবেন না। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি গণভবনে নৈশভোজ চায় না বলে বিএনপির একটি সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *