খালেদার সাজার প্রতিবাদে বগুড়ায় বিএনপির সমাবেশ

Slider রাজনীতি

মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এর সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, ফজলুল বারী বেলাল, রেজাউল করিম বাদশা, মাহবুবর রহমান বকুল, জানে আলম খোকা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, আবু হাসান, খাদেমুল ইসলাম, ফারুকুল ইসলাম, আলী মুররাজি তরুন, এসএম রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, আবু জাফর জেমস, সুলতান আহমেদ তুহিন, আব্দুল মোমিন প্রমুখ।

এদিকে জেলা শ্রমিকদলের মিছিলে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়ার অভিযোগ করেছে শ্রমিকদল। বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গালাপট্টি হয়ে খোকন পার্ক হয়ে নবাববাড়ী মোড়ে পৌঁছলে পুলিশের বাধা পায়। এক পর্যায়ে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। এতে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, শহর সভাপতি লিটন শেখ বাঘাসহ নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সরকার মুখে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও তারা আবারো ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া ও তারেক রহমানকে ফরমায়েশী মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখার ফন্দি করছে সরকার। কিন্তু এ ধরনের কোন নির্বাচন হতে পারে না, হতে দেয়া হবে না। তারেক রহমান যে কর্মসূচী দেবেন তা সফল করে এ সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *