নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৪

Slider সারাদেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা এসময় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসুচি পালনের প্রস্তুতি নিচ্ছিল।

সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদীন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির সেক্রেটারীসহ ৪ জনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপির নেতারা বলেছেন, মামুন মাহমুদ সব মামলায় জামিনে রয়েছে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ৪ নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধার সম্পাদক এটিএম কামাল। তাৎক্ষনিত তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের বলেন, আজকে জেলা ও মহানগর বিএনপির যৌথভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নেতাকর্মী কর্মীরা শান্তিপূর্ণভাবে জড়ো হচ্ছিল। কিন্তু কর্মসূচি শুরু করার আগেই পুলিশ বিনা উস্কানীতে পুলিশ মামুন মাহমদুকে ধরে নিয়ে গেছে।
সে সকল মামলায় এমনকি পুলিশের গায়েবী মামলায়ও জামিনে রয়েছে। পুলিশ মামুন মাহমুদের সাথে জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদল কর্মী ইউনুসসহ আরা তিনজনকে নিয়ে যায়। পুলিশের এমন আচরন আমাদের হতবাক করেছে। আমরা গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করছি।

সোমবার কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরেকটি মামলায় ৭ বছরের সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *