কালীগঞ্জে কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা


মো. সাজ্জাত হোসেন,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, আচরণগত পরিবর্তন, কৈশোরকালীন পুষ্টি, রক্তস্বল্পতা,অপুষ্টি প্রতিরোধ ও প্রতিকার, কৈশোর বয়সে বিয়ে ও গর্ভধারণের কুফল নিরসনের উপায় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে অবহিতকরণ কর্মশালা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রোর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে কৈশোর –বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরীরা তাদের শারীরিক সমস্যা নিয়ে সবার সাথে কথা বলতে পারে না। কৈশোর-বান্ধব সেবার উদ্দেশ্য ঔষধের চেয়ে তাদের মাঝে জ্ঞান দান বেশি জরুরি। শারীরিক ও মানসিকভাবে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা কর্নার কর্মসূচি কালীগঞ্জ উপজেলার নাগরী ও বক্তারপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনার কেন্দ্রে চালু হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাদেকুর রহমান আকন্দ, কালীগঞ্জ পরিবার পরিকল্পনার কো-অর্ডিনেটর সানজিদা আহমেদ, কালীগঞ্জ পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. অহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *