চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর মরদেহ

Slider ফুলজান বিবির বাংলা


চট্টগ্রাম: কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর মরদেহ বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তার মরদেহটি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন আইয়ুব বাচ্চুর স্বজনরা।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সটি স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এ সময় স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও ছোট ভাই পার্থসহ আরো অনেকেই সঙ্গে ছিলেন।

এ ব্যাপারে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, ইউএস বাংলার বিমানে করে মরদেহটি চট্টগ্রামে নেওয়া হচ্ছে। ইউএস বাংলার পৃষ্ঠপোষকতায় আইয়ুব বাচ্চুর স্বজনসহ ২০ জনের একটি দল একই বিমানে চট্টগ্রামে যাচ্ছেন। স্বজনদের মধ্যে আইয়ুব বাচ্চুর অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসী দুই সন্তানও রয়েছে।

তিনি আরো জানান, শনিবার বিকেলে মায়ের কবরের পাশে শায়িত করা হবে জনপ্রিয় এই সংগীত শিল্পীকে। তার মরদেহ প্রথমে সড়কপথে নেয়ার কথা থাকলেও পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *