নরসিংদীতে জঙ্গি আস্তানা: আইজিপি আসার পর অভিযান

Slider জাতীয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নরসিংদীতে সোমবার সন্ধ্যা থেকে জঙ্গিদের আস্তানা সন্দেহে পৃথক দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। রাতে অভিযানের প্রস্তুতি চলছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের আড়িপাতা শাখা (এলআইসি) যৌথভাবে ওই অভিযানের প্রস্তুতি নেয়।

কর্মকর্তারা জানান, দীর্ঘ গোয়েন্দা অনুসন্ধানের পর নরসিংদীর মাধবদী ও শেখের চর এলাকার দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর সোমবার সন্ধ্যায় বাইরে থেকে তালা দিয়ে বাড়ি ঘিরে অবস্থান নেয় পুলিশ। দুটি বাড়ির ভেতরে কমপক্ষে পাঁচজনের থাকার সম্ভাবনা রয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান সোমবার রাতে জানান, তাঁরা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। এর বাইরে কিছু বলা সম্ভব নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আইজি আসার পর অভিযান হবে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *