টাকার দর রুখতে চকোলেট ছেড়ে ফুচকা খেতে হবে : মোদির উপদেষ্টা

Slider বিচিত্র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য রথীন রায় ভারতীয়দের চকোলেট ছেড়ে ফুচকা খাওয়ার পরামর্শ দিলেন।

রথীনের মতে, ‘‘সমাধানের পথ হলো ৩০০ শতাংশ রফতানি বাড়িয়ে ততটাই আমদানি কমানো।

কিন্তু সেটা তো বাস্তবে করা যায় না। তাই সহজ কথায় বলা যায়- চকোলেট ছেড়ে ফুচকা খেতে হবে। কারণ ফুচকা আগাগোড়া স্বদেশি। ময়দা, আলু, তেঁতুল তার উপাদান। আর চকোলেট যেই বানাক, তা বানাতে কোকো আনতে হবে ঘানা থেকে। ’’
রথীন রায়ের ‘চকোলেট’ খাওয়ার সেই পরামর্শ লুফে নিলেন আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চের জাতীয় সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেন, ‘‘এটাই তো আমাদের স্বদেশি পথ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাও আমাদের কথাটাই বলছেন। কিন্তু সরকারিতন্ত্রে যাদের এ কথা ভাবা উচিত, তারা কী আমল দিচ্ছেন?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *