বিএসএমএমইউতে খালেদার জন্য ৬১২ নম্বর কেবিন প্রস্তুত

Slider ফুলজান বিবির বাংলা

ঢাকা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কেবিন বরাদ্দ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।ব্লকের ৬১২ নম্বর কেবিন খালেদার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পাশের একটি কেবিন খালেদার নিরাপত্তারক্ষীদের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ বিকাল ৩টার পর যে কোনো সময় খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এমন খবরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি শুরু করে। ভবনের বাইরে বিএনপি চেয়ারপারসনের জন্য হুইল চেয়ার নিয়ে অপেক্ষমান আছেন হাসপাতালের কর্মচারীরা। চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, যুবদল নেতা গিয়াস উদ্দিন আল মামুনসহ দলীয় নেতাকর্মীরাও অপেক্ষা করছেন সেখানে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো এলাকায়। রোগীর আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে বিএসএমএমইউতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *