নিউইয়র্কের বাড়িসহ নীরব মোদির ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Slider বিচিত্র

ভারতে ব্যাংক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত দেশটির পলাতক হীরা ব্যাবসায়ী নীরব মোদির নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গহনা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৬৩৭ কোটি টাকা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১২৬০০ হাজার কোটি টাকা দুর্নীতির তদন্ত করা সংস্থা ইডি এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কোনো ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় সংস্থা বিদেশের মাটিতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এমন ঘটনার সংখ্যা খুব বেশি নয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। অন্যদিকে এই ঘটনার অন্য অভিযুক্ত আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছে কেন্দ্র।

এর আগে, মার্চ মাসে নীরব মোদির ৩৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। মুম্বইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখা থেকে হাজার হাজার কোটির দুর্নীতি হয় বলে অভিযোগ। তাতেই অভিযুক্ত হয়েছেন নীরব এবং তাঁর মামা মেহুল। দুজনেই দেশ ছাড়া। তাঁদের নাগাল পেতে চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *