শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। জামায়াত-বিএনপি শক্তি আবারও ক্ষমতায় আসলে দেশে লুটপাট শুরু হবে।
এবং দেশের উন্নয়ন স্থিমিত হয়ে যাবে।
শনিবার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলায় নবঅনুমোদিত এম বয়তুল্লাহ কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদফতর নওগাঁ জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান প্রমুখ।