কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: দোয়া, মিলাদ মাহফিল, দরিদ্র ভোজ, প্রতিকৃতিতে পুষ্প স্তবক অপর্ণ ও আত্মার মাগফিরাত কামনা করে গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল আয়োজন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা চত্বরে শহীদ ময়েজউদ্দিনের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অপর্ণ করে শহীদ ময়েজউদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাদ যোহর কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারন মানুষদের নিয়ে বিশাল দোয়া, মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। পরে গরিব মানুষদের মধ্যে দরিদ্র ভোজ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও আবু বকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ ও দেলোয়ার হোসেন দুলাল, অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন খান কনক, প্রচার সম্পাদক আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।