মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

Slider গ্রাম বাংলা

মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. রাজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার রাতে শহরের বোসপাড়া থেকে ডিবির এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছে থেকে একটি দেশী তৈরি এলজি ওয়ান শুটার গান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে।
ডিবির এস আই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদে খবর আসে শহরের বোসপাড়ার একটি দোকানের পাশে অস্ত্রসহ রাজন অবস্থান করছেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি এলজি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস গ্রেপ্তারকৃত রাজনের রাজনৈতিক পদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *