৩৮ শতাংশ নারীকে হত্যা করে পুরুষ সঙ্গী

Slider নারী ও শিশু সারাবিশ্ব

TY-1418365475বিশ্বের মোট নিহত নারীদের এক-তৃতীয়াংশই পুরুষ সঙ্গীর হাতে হত্যার শিকার হন। কীভাবে নারীরা তাদের পুরুষ সঙ্গী দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তা উঠে এসেছে।

নারী সহিংসতা রোধ নিয়ে প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে, ‘নারীদের হত্যার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই তাদের সঙ্গীরা দায়ী থাকে।

২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সংগঠনগুলোর করা জরিপে দেখা গেছে, ‘নারীদের প্রায় ৩৮ শতাংশই তাদের পুরুষ সঙ্গীর হাতে হত্যার শিকার হন। অপরদিকে হত্যার শিকার হওয়া পুরুষদের মধ্যে মাত্র ৬ শতাংশের মৃত্যুর জন্য দায়ী তাদের নারী সঙ্গীরা।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিভিন্ন দেশে হত্যা একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। ২০১২ সালে অন্তত ৪ লাখ ৭৫ হাজার হত্যার ঘটনা ঘটেছে। হত্যার শিকার ৬০ শতাংশ পুরুষের বয়স ১৫ থেকে ৪৪ বছরের মধ্যে। আত্মহত্যা তৃতীয় প্রধান মৃত্যুর কারণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৩৩টি দেশের ৬ দশমিক ১ বিলিয়ন লোকের ওপর চালানো সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সমীক্ষায় বিশ্বের মোট জনসংখ্যার ৮৮ শতাংশ লোককে কাভার করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ২০০০ সালের তুলনায় ২০১২ সালে হত্যার হার ক্রমান্বয়ে ১৬ শতাংশ কমেছে। হ্রাসের এ হার মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোর তুলনায় উচ্চ আয়ের দেশগুলোতে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *