ভারতে পাচারের সময় মাছের পোনা উদ্ধার

Slider গ্রাম বাংলা

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে পাচারকালে ৩৫ কেজি দেশীয় শিং মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত ৪টার দিকে হিলি সীমান্তের নওপাড়া পাকা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় মাছগুলো উদ্ধার করে বিজিবি।

তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন জানান, বাংলাদেশের হিলি সীমান্ত দিয়ে ভারতে দেশীয় শিং মাছের পোনা পাচার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সীমান্তের নওপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে দেশীয় ৩৫ কেজি শিং মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিং মাছের পোনাগুলির আনুমানিক মূল্য ১৭ হাজার ৫শ’ টাকা।

অপরদিকে, বিজিবির মংলা বিওপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার ভোররাতে সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১৮০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *