গাজীপুর: গাজীপুর মহানগরের কামারজুরি এলাকার দিনের বেলায় বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা করলে জনতা এক মহিলা ডাকাতকে ধরে পুলিশে দেয়।
গতকাল সোমবার বাসা ভাড়ার কথা বলে ঘরে ঢুকে (এডিসি রেভিনিও পিরুজপুর) এসএম সোহরাব হোসেন এর বাসায় এ ঘটনা ঘটে। আটক ডাকাতের নাম সোমাইয়া আক্তার(১৮)।
জানা যায়, বাসা ভাড়া নেয়ার কথা বলে ঘরে ঢুকে ডাকাতির লক্ষে বাড়িওয়ালা মহিলাকে রুটির বেলুন দিয়ে মাথায় আঘাত করে। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে অন্য বাসার এক মহিলা দেখে চিৎকার করলে জনতা এসে মহিলা ডাকাতকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।জনতা।
পরে থানায় খবর দিলে জয়দেবপুর থানার সাব ইন্সপেক্টর জামাল হোসেন পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে বাড়িওয়ালা মহিলা ও মাথার আঘাতে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।