দখলের জন্য রাতারগুলে ১০ হাজার চারা নষ্ট করলো দুর্বৃত্তরা!

Slider গ্রাম বাংলা

সিলেটের রাতারগুল জলার বনের সৌন্দর্য বাড়ানোর জন্য বন বিভাগ মূর্তা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবার সকালে থেকে বন বিভাগের ৪৫ জন শ্রমিক ১০ হাজার মূর্তা গাছের চারা রোপণ করেন।

কিন্তু হঠাৎ করে স্থানীয় বাসিন্দা মক্তার মিয়া, সাব্বির আহমদ, আলাউদ্দিন, মকবুল, আবুল ও শফাত মাইকিং করে গ্রামের মানুষ জড়ো করে। তারা রোপণকৃত চারা ও গাছ উপড়ে নিয়ে যায়।

এ বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে মক্তার মিয়া, সাব্বির, আলাউদ্দিন, শফাতসহ ২০/২৫ জনের একটি চক্র রাতারগুল জলারবন এলাকা দখল করতে চায়। তারই ধারবাহিকতায় রাতারগুল জলার বনে রোপণকৃত গাছ ও চারা উপড়ে ফেলেছে তারা।

এ বিষয়ে তিনি গোয়াইনঘাট থানায় জিডি করেছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *