গাজীপুর: স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি বলেছেন, ভিক্ষুকেরা এখন ভিক্ষা নিতে চায় না। বনানী কবরস্থানের ভিক্ষুকেরা মাথাপিছু ৫০ টাকার নীচে নেয় না। আজিমপুর কবরস্থানের ভিক্ষুকদের খেতে নিতে চাইলে এয়ারকন্ডিশন মাইক্রোবাস ও খাবার ম্যানু চায়। তাই আমি ভিক্ষুকদের কাছে লজ্জিত হয়ে এখন আর ভিক্ষুক খাওয়ানোর চিন্তা করি না। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে কোন মানুষ গরীব থাকবে না। কোন ভিক্ষুকও থাকবে না।
আজ মঙ্গলবার গাজীপুর রাজবাড়ি মাঠে গাসিকের নতুন মেয়র জাহাঙ্গীর আলমের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত বছর গাসিককে ১৭কোটি টাকা দেয়া হয়েছিল। এবার দেয়া হবে ৩গুন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যত ধরণের সহযোগিতা করা যায় আমি তা করব। তিনি মাল্টিমিডিয়ায় গাসিক মেয়রের রুপকল্পের ভিডিও দেখে বলেন, এই ভিডিওতে জাহাঙ্গীর দায়বদ্ধ হয়ে গেলে। বাস্তবায়ন না করলে মানুষ তাকে কিলাবে।
তিনি ওয়াদা করে বলেন, বিশেষ করে আগামীতে ক্ষমতায় গেলে যদি আমি স্থানীয় সরকার মন্ত্রনালয় পাই তবে গাজীপুর সিটিকরপোরেশনকে সবচেয়ে বেশী বরাদ্দ দেয়া হবে।