সাতক্ষীরায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

Slider গ্রাম বাংলা

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী পূর্ণ ধর্মীয় মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার দুপুরে শহরের পুরাণ সাতক্ষীরার মায়ের বাড়ি মন্দিরে পূজা-অর্চণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে ঢাক-ঢোল ও বাদ্য বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বের হয় এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একইভাবে শহরের কাটিয়া মন্দির থেকেও বের হয় আরো একটি শোভাযাত্রা।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিশ^নাথ ঘোষ,স্বপন কুমার শীল, দীনবন্ধু মিত্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *