ভক্তদের শাওনের সাথে কথা বলার সুযোগ

Slider বিনোদন ও মিডিয়া

অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। অভিনয়ের বাইরে ২০১৬ সালে রিয়াজ-মাহিকে নিয়ে শাওন নির্মাণ করেছেন নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। আর সেই চলচ্চিত্রের সুবাদে তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েঠেন ‘শ্রেষ্ঠ গায়িকা’র।

‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের ‘যদি মন কাঁদে’ শিরোনামের গানটির জন্য ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসরে মেহের আফরোজ শাওনের হাতে ‘শ্রেষ্ঠ গায়িকা’র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভক্ত ও শুভাকাক্সক্ষীদের অনেকেই হয়তো সরাসরি কথা বলা ও আড্ডা দেয়ার সুযোগ পাচ্ছেন না তার সঙ্গে। তবে ভক্তদের জন্য এবার সেই সুযোগ এসেছে।

মেহের আফরোজ শাওন বলেন, আগামী ৩০ই আগস্ট রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন দর্শক-শ্রোতারা। আর এভাবে কথা বলার এই সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

আগামী ৩০ই আগস্ট বাংলালিংক স্টারজোন সার্ভিসে আমি থাকবো আপনাদের সঙ্গে। নানা বিষয়ে কথা হবে, ফোন কলে আড্ডা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *