ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মোটরবাইক স্টান্ট ভাইরাল

Slider সারাবিশ্ব

জাকার্তার প্রধান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার ৫৭ বছর বয়সী প্রেসিডেন্ট জোকো উইদোদোর মোটরবাইকের গর্জন দিয়ে শুরু হয়েছে ১৮তম এশিয়ান গেমস। দেশটির প্রেসিডেন্টের মোটরবাইক স্টান্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।

ভিডিওতে দেখা গেছে, এশিয়ান গেমসের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রেসিডেন্ট ভবন থেকে উইদোদোকে নিয়ে বের হয় তার গাড়িবহর। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। এসময় লাল টাই ও কালো স্যুট পরিহিত উইদোদো গাড়ি থেকে নেমে আসেন এবং তার বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তার একটি মোটরসাইকেল চেয়ে নেন।

হেলমেট পরেই মোটরসাইকেল নিয়ে থেমে থাকা একটি লরির ওপর দিয়ে উঠিয়ে দিয়ে উড়ে যান। প্রেসিডেন্টের মোটরসাইকেলের সঙ্গ ছুটতে শুরু করে দেহরক্ষীদের আরো দুটি মোটরসাইকেল। এক পর্যায়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষারত স্কুলশিক্ষার্থীদের দেখে মোটরসাইকেল থামান উইদোদো এবং তাদের পারাপারের সুযোগ করে দেন। পরে তিনি মোটরসাইকেল নিয়ে উদ্বোধনী মঞ্চে হাজির হন এবং সেখান থেকে ভবনের নিচতলায় যেয়ে মোটরসাইকেল রেখে মঞ্চে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *