প্রধামন্ত্রীর গাড়ি বহর নিলামে তুলছেন ইমরান খান

Slider সারাবিশ্ব


ঢাকা: সরকারি খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত গাড়ি বহরের বেশির ভাগ গাড়ি নিলামে বিক্রি করে দেয়ার ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি নিজের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য ২টি গাড়ি রেখে বাকীগুলো বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কর্মকর্তার সংখ্যাও কমিয়ে আনার ঘোষনা দিয়েছেন তিনি। রোববার প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এ ঘোষণা দেন ইমরান খান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ব্যয় সঙ্কোচন ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার তিনি প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে তিনি সরকারি ব্যয়ের ব্যাপক সঙ্কোচন ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেন। বলেন, ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে আনতে তিনি সরকারি ব্যয় ব্যাপক হারে কমিয়ে আনবেন। এছাড়া বৈদেশিক মুদ্রার ঘাটতি কাটিয়ে ওঠার জন্য পাকিস্তানে অধিবাসী লাখ লাখ বিদেশীকে এগিয়ে আসার অনুরোধ করেন। তিনি বলেন, বর্তমানে আমরা যে অর্থনৈতিক সঙ্কটে রয়েছি, তা পাকিস্তানের ইতিহাসে পূর্বে কখনো হয়নি। আমরা অর্থহীন ঋণগ্রস্ত জাতি। আমাদের সন্তান, দরিদ্র জনগণ ও কৃষকদের জন্য ব্যয় করার মতো কোন অর্থ নেই। এমনকি আমরা মানুষদের সুপেয় পানিও দিতে পারি না। ব্যয় সঙ্কোচনের অংশ হিসেবে ইমরান খান প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য নির্ধারিত যে ৮০টি গাড়ির বহর রয়েছে, তা কমিয়ে আনার ঘোষণা দেন। তিনি নিজের জন্য মাত্র দুইটি গাড়ি রেখে বাকীগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কর্মরত ৫২৪ জন কর্মকর্তার বেশির ভাগ কর্মকর্তাকে সরিয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সরকারি কর্মকর্তা ও নেতাদের জন্য অনাড়ম্বর জীবন যাপনের একটি উদাহরণ রেখে যেতে চান। রোববার তিনি প্রায় ১ ঘন্টা বক্তৃতা করেন। এতে প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও সরকারি চাকরিতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতকেও ঢেলে সাজানোর অঙ্গীকার করেন তিনি। ৭ম শতাব্দীতে মহানবী মুহাম্মদ (সা:) যে আদর্শের আলোকে মদীনা রাষ্ট্র গঠন করেছিলেন, সে অনুযায়ী পাকিস্তানকে একটি ‘ইসলামী কল্যাণ রাষ্ট্র’ গড়ে তোলার অঙ্গীকার করেন ইমরান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *