ঘন্টায় ১৮০ কিমি বেগে টোকিওর দিকে ঘূর্ণিঝড় ‘শানশান’

Slider সারাবিশ্ব

জাপানের রাজধানী টোকিওর দিকে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি টোকিওয়ের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।

আর এর কারণে বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ ও ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আবহওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
‘শানশান’ নামের এই ঘূর্ণিঝড়টি শক্তি নিয়ে এগোতে থাকলেও জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্বাংশের কাছাকাছি পৌঁছতে পৌঁছতে এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে টোকিও ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ মিলিমিটারের (১৪ ইঞ্চি) মতো বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার (১১১ মাইল/ঘন্টা) বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *