কক্সবাজারে বনদস্যুর সাথে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

Slider চট্টগ্রাম

কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলের বনকর্মীদের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমেদ (৩৭) নামে এক বনদস্যু নিহত হয়েছেন। আজ সকাল ১০টায় কক্সবাজারের উত্তর বনবিভাগের মেহেরঘোনা বনবিটে এ বন্দুকযুদ্ধ হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ বনপ্রহরী আবদুল মান্নান, আবদুল মতিন, জসিম উদ্দিন ও বিট কর্মকর্তা মামুনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনদস্যু মোস্তাক আহমেদ ওই এলাকার মোহাম্মদের ছেলে।

এ বিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (স্পেশাল ওসি) মেহেদী হাসান বলেন, একদল সশস্ত্র বনদস্যু শুক্রবার সকালে মেহেরঘোনা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে কাঠ কাটছিল। সংবাদ পেয়ে মেহেরঘোনা বনবিটের একদল বনকর্মী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সশস্ত্র বনদস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে বনকর্মীদের এলোপাতাড়ি কোপায়। বনকর্মীরাও পাল্টা গুলি চালায়। বনদস্যুদের গুলিতে ৫ জন বনকর্মী গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এ ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *